সারা দেশেই সরকারি হাসপাতালগুলোর করুণ দশা। প্রশংসা সনদ দেওয়ার মতো একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বন্দরনগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ড রোগীতে পূর্ণ। মেঝেতেও রোগী। তাদের পাশে ছড়িয়েছিটিয়ে আছে নানা রকম বর্জ্য। এক কোণে স্তূপ করে রাখা সেসব। বাথরুম থেকে পানি বেরিয়ে সয়লাব ওয়ার্ডের এক পাশ। তার ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। পায়ে পায়ে এসব শুধু ওয়ার্ড নয়, গোটা হাসপাতালে ছড়াচ্ছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগে এতটাই জনবলসংকট যে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। একজন অ্যানেসথেসিস্টকে একই সঙ্গে একাধিক রোগীর অপারেশনে সেবা দিতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এ ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু অতি ব্যবহারে, কিছু বা বেশি পুরোনো হওয়ায় বর্জনের তালিকাভুক্ত হওয়ার পর্যায়ে। দুই বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ দুই হাসপাতালের মাত্র দুটি বিভাগ নিয়ে গতকাল খবর বেরিয়েছে বাংলাদেশ প্রতিদিনে। এ থেকেই ওই দুই হাসপাতাল শুধু নয়, দেশের প্রায় সব হাসপাতাল সম্পর্কে ধারণা করা যায়। রাজধানীর সরকারি হাসপাতালগুলো যদি কোনো আগ্রহী ব্যক্তি নিছক কৌতূহলে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেন- তিনি এর চেয়ে অনেক বেশি দুরবস্থা ও দুর্ভোগ প্রত্যক্ষ করবেন- এটা জোর দিয়েই বলা যায়। কারণ দেশে জনসংখ্যার তুলনায় সরকারি হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসাকর্মী ও চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। সুষ্ঠু ব্যবস্থাপনায়, যথাযথ পেশাদারির সঙ্গেও যদি এগুলো পরিচালিত হয়, তবু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খাওয়ার কথা। সেখানে ব্যবস্থাপনার হযবরল অবস্থা, কর্মীদের পেশাদারির অভাব এবং ওষুধপথ্য ও চিকিৎসা-সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগ রয়েছে সব সময়। এসব নিয়েই চলছে হতোদ্দশার স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে বরাদ্দ ঘাটতি এবং সব শ্রেণির কর্মকর্তা-কর্মীদের নানা বঞ্চনার প্রসঙ্গও উচ্চারিত হয় প্রাসঙ্গিকভাবে। এসব কিছুর সমন্বয় এক দিনে, এক কথায় হওয়ার নয়। তবে প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় এমন। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কর্মযজ্ঞ বিভিন্ন ক্ষেত্রে চলছে; স্বাস্থ্যকে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
শিরোনাম
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে