পীত ঝিমটি দাঁতের রোগের একটি ভালো ভেষজ। এর বহু নাম, যথা ঝিন্টি, বন্য সহচরী, কণ্টকিনী, নীল কুসুমা ইত্যাদি ছোট্ট গুল্মজাতীয় উদ্ভিদ। ফলে চারটি বীজ থাকে। পাতা চিবালে যে রস বেরোবে তা ব্যথাযুক্ত দাঁতের গায়ে লাগিয়ে রাখতে হবে। দিনে দুই-তিনবার করে তিন-চার দিন এমন করলেই নড়া দাঁত পুনরায় বসে যাবে। যাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এমনকি আঙুলে দাঁত মাজতে গেলেও রক্ত পড়ে তাদের ক্ষেত্রে রক্তচন্দন একটি মহৌষধ। বাজার থেকে কেনা খাঁটি রক্তচন্দন কাঠ এনে ছোট্ট করে কেটে ২০০ মিলি পানিতে ২০ গ্রাম রক্তচন্দন নিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। ছেঁকে ওই পানি নিয়ে দিনে তিন-চারবার কুলকুচি করে অন্তত ১০ মিনিট ওই পানি মুখে রাখতে হবে। গরম পানি দিয়ে করলে আরও ভালো ফল পাওয়া যায়।
ডা. আলমগীর মতি