বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্য ও দুর্নীতি-দুরাচারমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলমান সব সংস্কার কর্মকাণ্ডের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনের ওপর। রাজনৈতিক দল, সুশীল সমাজসহ জনসাধারণের প্রত্যাশা সেটাই। এ নিয়ে নানা মুনির নানা মত শোনা গেলেও, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) একটা ইতিবাচক প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানা গেল। আপাতত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা নেই, জাতীয় নির্বাচনের দিকে চোখ ইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রাধিকার দিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগামী ডিসেম্বরে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইতোমধ্যে আইন সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। বিভিন্ন নির্বাচনি আইনকানুন সংশোধনের প্রস্তুতিও চলছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের কাছে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিবেচনায়, ধাপে ধাপে স্থানীয় নির্বাচন করতে হবে। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন আলাদাভাবে ধাপে ধাপে করতে হবে। এ ছাড়া প্রায় ৯০০ ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। সব মিলে স্থানীয় নির্বাচন শেষ করতে প্রায় এক বছর লেগে যেতে পারে। এ ছাড়া রমজান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এমনকি বর্ষার বিষয়ও বিবেচনায় রাখতে হবে। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। অক্টোবরে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে ভোট গ্রহণের লক্ষ্য। ভোটার তালিকা তৈরিসহ অন্যান্য প্রস্তুতি চলছে। আসনের সীমানা নিয়ে বিদ্যমান কিছু জটিলতা নিরসনের প্রস্তাবনা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে, সেসব করার উদ্যোগ নিয়েছেন তারা। এসব প্রচেষ্টা, প্রস্তাব ও পদক্ষেপ প্রাসঙ্গিক ও ইতিবাচক। এর ধারাবাহিকতায়, দেশে-বিদেশে প্রশংসাযোগ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ব্যাপক অংশগ্রহণমূলক উৎসবমুখর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তাতে দেশপ্রেমিক, সৎ, যোগ্য, শিক্ষিত ও আদর্শবান ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণ করুন। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। শুভযাত্রা হোক নতুন বাংলাদেশের।
শিরোনাম
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে