অর্থনীতি ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও তা প্রাসঙ্গিক। বলা হয়ে থাকে অর্থনীতি রাজনীতিরও প্রাণভোমরা। দুনিয়াজুড়ে ব্যবসাবাণিজ্যকে গুরুত্ব দেওয়া হলেও আমাদের দেশে তা উপেক্ষার শিকার। আর এই কারণেই জুলাই গণ অভ্যুত্থানের বিজয় সাধারণ মানুষের কাছে অর্থবহ হয়ে উঠতে পারছে না। এদিকে নজর দেওয়ার কেউ আছে বলেও মনে হচ্ছে না। দেশে একের পর এক শিল্পকারখানা বন্ধের প্রভাব পড়েছে বিনিয়োগের ক্ষেত্রেও। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন। ঊর্ধ্বমুখী সুদহারে নতুন শিল্পকারখানা স্থাপন না হওয়ায় কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানি। এতে কর্মসংস্থান ও কর আদায়ে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। জুলাই গণ অভ্যুত্থানের ধকল মোকাবিলায় যখন জোরেশোরে অর্থনৈতিক তৎপরতা চালানো দরকার, তখন দেখা যাচ্ছে বিপরীত চিত্র। গত ছয় মাসে বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতের ১০০টির বেশি কারখানা। ১০টির মতো টেক্সটাইল মিলও বন্ধ হয়েছে। সিমেন্ট, ইস্পাত ও কাগজশিল্পের অনেক কারখানা এখন বন্ধ। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা, বাজার অস্থিতিশীলতা, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার অভাবে কাঁচামালের অপর্যাপ্ততা, শ্রমিক অসন্তোষ ও উৎপাদন অপ্রতুলতায় বিপুলসংখ্যক কলকারখানা বন্ধ হয়েছে। যেগুলো টিকে আছে সেগুলোও অস্তিত্বের সংকটে ধুঁকছে। আমরা এ কলামে বারবার বলেছি, অর্থনীতির ভালোমন্দের ওপর যে কোনো সরকারের সাফল্য নির্ভরশীল। অর্থনীতি সচল থাকলে ভালো থাকে দেশের মানুষ। দেশ এগিয়ে যায় সামনের দিকে। অর্থনীতিকে উপেক্ষা করে রাজনৈতিক এজেন্ডাকে প্রাধান্য দেওয়ার কারণেই বিগত সরকারের শেষ দুই বছরে সংকট ঘনীভূত হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর উৎপাদনব্যবস্থা সচলের পদক্ষেপ না নেওয়ায় প্রতিকূল অবস্থায় পড়ে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। দেশে বেকারত্বের হার হু হু করে বাড়ছে। সরকারি প্রতিবেদনেই বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। এ প্রতিকূলতা কাটাতে অর্থনীতির প্রাণ সঞ্চারে নজর দিতে হবে। এ ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, ভ্রমণ গাইড
- মার্চ মাসেও বৃষ্টির দেখা মেলেনি রংপুরে
- প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
- ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
- তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাত