ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।
এ উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যান্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।
বিডি প্রতিদিন/এমআই