বাংলাদেশে তৈরি ওষুধ দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হচ্ছে। এ শিল্পকে এগিয়ে নিতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির। সকালে রাজধানী ঢাকার পূর্বাচলের চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে ৩দিন ব্যাপী ১৬তম "এশিয়া ফার্মা এক্সপো"-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ওষুধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, ওষুধ প্রসাশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার, কোষাধ্যক্ষ মুহাম্দ হালিমুজ্জামানসহ আরো অনেকে। এবারের মেলায় একই ছাদের নিচে বাংলাদেশ, আমেরিকা, চীন, জার্মানী, জাপানসহ ৩২টি দেশের ৮০০টি কোম্পানির ওষুধ তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ প্রদর্শন ও বিষদ তথ্য জানা যাবে। এবারের আয়োজনে রয়েছে, ফার্মা প্রসেসিং এন্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাবই ইকুইপমেন্ট, এপিআই মেনুফ্যাকচারিং প্লান্টস, এবং মেশিনারিজ, ফর্মুলেশন্স এবং কন্ট্রাক্ট মেনুফ্যাকচারিং।
মেলাটি বুধবার শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।
বিডি প্রতিদিন/এএ