ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি 'সুন্দর মহল' ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ একদল কর্মী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতা-কর্মীরা নির্মাণাধীন ভবনসহ পুরোনো বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে ভাঙচুর চালায়। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে সুন্দর মহলকে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করে একটি সাইনবোর্ড টানানো হয়। পরে রওশন এরশাদের পরিবারের সদস্যরা বাড়িটি ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্টুরেন্ট স্থাপনের জন্য ১২ বছরের চুক্তিতে ভাড়া দেন এক ব্যক্তিকে।
তারা জানান, সেখানে নির্মাণকাজ শুরু হলে গত ২৩ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীরা ভবনের সামনে গিয়ে ভাঙচুর চালান।
মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে নির্মাণাধীন স্থাপনা এবং পুরোনো ভবনের আসবাবপত্র ভাঙচুর করে। ওয়ালিদ আহমেদ বলেন, “দালাল মহলকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের চেষ্টা বন্ধ করতে বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কাজ বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।”
জাতীয় পার্টির মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানার ভেতরে রওশন এরশাদের মায়ের কবর রয়েছে। অনেকেই এখন নানা অজুহাতে এ বাড়ি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা ভালো না। রওশন এরশাদের নির্দেশে বাড়িটিতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক চুক্তিতে একটি রেস্টুরেন্টকে ১২ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে। শুনেছি, বিক্ষুব্ধরা সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে।”
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/আশিক