রাজবাড়ীর পদ্মা-যমুনার মোহনায় ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তের সাঈদ মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলকেচানসহ তার সহযোগীরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে বিশালকৃতির কাতল মাছটি জালে ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে তোলেন আলেকচান। ব্যবসায়ীরা মাছটির ওজন করলে দেখা যায় মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম। সেখানে মাছটির উন্মুক্ত নিলাম হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য ভান্ডারের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে উন্মুক্ত নিলামে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি ৫২ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় বর্তমানে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলে শুনতে পাচ্ছি। পদ্মার মাছ অনেক সুস্বাদু তাই দাম বেশি।
বিডি প্রতিদিন/এএম