কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শামীম টোকেন নামে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী বিএনপি নেতা টোকেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত এ.কে.এম ফজলুল হক।
ঘটনার পর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিএনপি নেতা শামীম টোকেন সাংবাদিকদের বলেন, আমি ঘুমাচ্ছিলাম। মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েক রাউন্ড গুলি করে। এর কিছুক্ষণ পর দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
টোকেন বলেন, বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনা যারা ঘটাতে পারে এমন কয়েকজনের তথ্য পুলিশকে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
টোকেনের বোন দৌলতআরা ফেরদৌস লাকী বলেন, ঘটনার শুরু রাত ১টা ২০ মিনিট থেকে। আমি ও আমার মেয়ে জেগে ছিলাম। ঢাকায় ছেলের সঙ্গে মোবাইলে কথা শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গুলি শব্দ শুনতে পাই। চারিদিক থেকে তারা আমাদের বাড়ি ঘিরে ধরে। কাল ওরা আমার ভাইকে মেরেও ফেলতে পারতো। আমি ঢাকায় থাকি। ভাই পরিবার নিয়ে গ্রামেই থাকে। এ ঘটনায় জড়িত যারা, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দল থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
ওসি মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ১টি তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে জটিলতা রয়েছে। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল