গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড্রেন খননের মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত এনায়েত শেখ (৬০) ওই এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গিমাডাঙ্গা এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য খননকাজ চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। সকালে বাড়ির পাশের ড্রেনের মাটি কে নিজের দখলে নেবে তা নিয়ে এনায়েত শেখ ও তার ছোট ভাই কামরুল শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই এনায়েতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আহতের স্ত্রী আরিফা বেগম জানান, মাটির দখল নিয়ে বিবাদের একপর্যায়ে কামরুল তার স্বামী এনায়েতকে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কামরুল পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এনায়েত শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার দোষীর দ্রুত ও উপযুক্ত বিচার দাবি করেছে।
বিডি প্রতিদিন/নাজিম