রাজবাড়ীতে শহীদ খুশি রেলওয়ে মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল-হাসান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. নুরুল ইসলাম, সেক্রেটারি মো. আলিমুজ্জামানসহ কয়েক হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ঈদ জামাতে রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ। নামাজ শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করা হয়।
জামাত শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম বলেন, শন্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। একই মাঠের ভিন্ন স্থানের ঈদের নামাজ আদায় করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ জেলার সহ¯্রাধিক নারী মুসল্লী।
বিডি প্রতিদিন/এএম