মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দেশটির বাংলাদেশ এন্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের জামাত বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের জামাত।
দেশটির ৬৯০ টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল