নরসিংদীতে ২ হাজার অসহায় দরিদ্র মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে সাঠির পাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও ইডেন কলেজের সাবেক ভিপি শিরিন সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা ইলিয়াস হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক বর্মন প্রিন্স, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত সহ ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক