নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি বৃদ্ধি করে ৫ সদস্য থেকে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে দলটি।
৩৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের ৪ বিএনপি নেতা স্থান পাওয়ায় আনন্দিত নেতৃবৃন্দর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো, মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম হক রুমি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন এ আহ্বায়ক কমিটিতে সোনারগাঁয়ের ৪ নেতা স্থান পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিল দল তাদের মূল্যায়ন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সোনারগাঁ বিএনপি অতীতের ন্যায় দলের সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করবে।
বিডি প্রতিদিন/এএ