পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি-হ্রাসকল্পে সৌরশক্তি ভিত্তিক উদ্ভাবনী রান্নার চুলার ব্যবস্থা বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ পায়রায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধণ ও মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। টিয়ারফান্ড’র সহযোগিতায় ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন টিয়ারফান্ড’র পরিচালক মারুফ রুমি মোম্তাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিয়ারফান্ড বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজমেন্ট সিনিয়র কনসালটেন্ট লরেন্স ফারিয়া।
বিধান বিশ্বাসের সঞ্চলনায় আলোচনা করেন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া প্রোগ্রাম অফিসার পায়েল দাস, ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর সুজিত দেবনাথ, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জামান প্রমুখ। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, সাংবাদিক ও সৌর বিদ্যুতের চুলার ব্যবহারকারী প্রত্যন্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম