রাজবাড়ীর কালুখালীতে নিরব শেখ (১৯) নাম এক যুবক হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নিহত নিরব শেখের পিতা জিয়ারত শেখ বাদি হয়ে মামলাটি করেন। মামলায় বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা করা হয়েছে। পুলিশ ওই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আজ সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান। তিনি বলেন, নিররকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ এনে তার বাবা জিয়ারত শেখ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০ মার্চ (বৃহস্পতিবার) রাতের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় নিরব। শুক্রবার একটি ফোন নাম্বার থেকে নিরবের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। রবিবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর তীরে নিরবের মরদেহ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন