কুড়িগ্রামে পবিত্র রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের সুবিধার্থে স্বল্পমূল্যে ডিম ও দুধসহ নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। রোজার শুরু থেকে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জানা গেছে, রমজানের শুরুর কয়েকদিন পর থেকে প্রাণিসম্পদ বিভাগের কয়েকজন উদ্যোক্তাদের উদ্যোগে জেলা শহরের কয়েকটি স্পটে এ দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবারও স্বল্পমূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়। রবিবার কয়েকটি স্পটে এ দুধ ও ডিম বিক্রি করে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
রবিবার দুপুর দুইটা থেকে জেলার পৌরসভা এলাকার ভকেশনাল মোড়, জেলা জজ কোর্ট মোড়, কলেজ মোড়, ত্রিমোহনী, জিয়া বাজার, আদর্শ পৌর, সবুজপাড়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাজার এলাকার আশপাশে এসব নিত্যপণ্য বিক্রি করেন উদ্যোক্তারা। প্রাণিসম্পদ বিভাগের ট্রাকে করে এ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্পমূল্যে ডিম ও দুধ পেয়ে জেলা শহরের অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষজন অনেক খুশি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, প্রত্যেককে এক লিটার দুধ ৭০ টাকা হিসাবে সর্বোচ্চ তিন লিটার ও এক ডজন ডিম প্রতিটি সাড়ে ৯ টাকা হিসেবে কেনার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা রমজানের শেষ ও ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখব।
বিডি প্রতিদিন/কেএ