মুন্সিগঞ্জ শহরে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিনিময়ে সাংবাদিকদের দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে শহরের বাগমামুদালী পাড়া এলাকার মুন টাওয়ারের মিলনায়তনে এ আয়োজন করে সাপ্তাহিক বিক্রমপুর চিত্র। এতে জেলার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের অংশগ্রহণ বিষয়ক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও ফ্রি প্রেস আনলিমিটেডের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মাশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডেভলেপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রোকনউদ্দিন ও প্রকল্প ব্যবস্থাপক গৌতম স্যানাল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সম্পাদক ব ম শামীম, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার প্রোগ্রামার অফিসার আব্দুল কাইয়ুম, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সামিরা হালিম, ডেভলেপমেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার আফিয়া আজমি হোসনে চৌধুরী (ঝুমুর), তামান্না হোসেন, মুুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপত গোলজার হোসেন, মুুন্সিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য চাকলাদার তানজিল হাসান, শেখ মো. রতন, সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, আব্দুস সালাম, মো. হুমায়ুন কবির, বাংলাদেশ প্রতিদিনের মু্ন্সিগঞ্জ প্রতিনিধি মেহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ