গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগ বিধি সংশোধনসহ ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে। তাদের দাবি বাস্তবায়নে তারা নানা ধরনের শ্লোগান দেয়। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
পরে পুলিশ গিয়ে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল স্বাবাবিক হয়।
বিডি প্রতিদিন/হিমেল