বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের চরভদ্রাসনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে 'আমরা বিএনপি পরিবার'র উপদেষ্টা আলমগীর কবিরের পক্ষ থেকে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ইফতারপূর্ব আলোচনা সভায় মোস্তফা কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান মিঠু, মহানগর কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মামুন অর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ