মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ৭টি টিম্বার্স অ্যান্ড স-মিলকে ৭ লাখ টাকা এবং ১টি হিমাগারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ স্পেশাল ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট পরিচালনা করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে স-মিল ও হিমাগারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সিগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, আজ টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে পরিবেশ স্পেশাল মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি স-মিলকে ৭ লাখ টাকা ও একটি হিমাগারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক