কক্সবাজারের টেকনাফে বিজিবি'র অভিযানে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে মমঙ্গলবার দুপুরে জানান, গোয়েন্দা সূত্রে নাফ নদীর তীরবর্তী আলীখাল এলাকায় মিয়ানমার হতে নিষিদ্ধ মাদকের একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবর পেয়ে লেদা বিওপি এলাকায় বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করে।
ভোরে দুই ব্যক্তি নাফ নদীর বিপরীত তীর থেকে সাঁতরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে প্রবেশের চেষ্টা কালে বিজিবি টহলদল শনাক্ত করে পাচারকারীদের ধাওয়া করে। এ সময় দুষ্কৃতকারীরা বহনকৃত দুইটি বস্তা নাফ নদীতে ফেলে দ্রুত সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়নের নৌ টহলদলটি নদীতে অনুসন্ধান চালিয়ে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া বিশেষভাবে মোড়কজাত দুইটি প্লাস্টিকের বস্তা থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও জানান, বিজিবি দেশের সীমান্তে নিরাপত্তা, মাদক ও মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে, যা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম