কুড়িগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি হল রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, পিআইবির কর্মকর্তা শাহ আলম সৈকত, প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যসচিব বিএনপি নেতা আশরাফুল হক রুবেল প্রমুখ।
গত ১৫ মার্চ শনিবার শুরু হওয়া এই কর্মশালাটি ১৭ মার্চ সোমবার সমাপ্ত হয়। তিন দিনের প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতা কী এবং কেন, মোবাইল সেটিং, ক্যামেরা সেটিং, স্টোরি পরিকল্পনা ও স্টোরি তৈরি, ক্যামেরা সেটআপ, ইন্টারভিউ ফ্রেমিং, প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, বি-রোল, সিকোয়েন্স ও ট্রানজিট শট, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ফ্যাক্টচেকিং-এর মতো বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ সাংবাদিকরা প্রশিক্ষণ প্রদান করেন।
বিডি প্রতিদিন/আশিক