মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের স্বামী মো. অলিউল্লাহ মোল্লা (৪২) হত্যা মামলায় স্ত্রী মাজেদা বেগমকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন। অলিউল্লাহ জেলার শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের মো. ইদ্রিস মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার পুটিমারা গ্রামের প্রবাসী অলিউল্লাহ তার স্ত্রী মাজেদা ও ৩ সন্তান নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে আসছিলেন। অলিউল্লাহ সৌদি আরবে থাকতেন। মাঝে মধ্যে দেশের বাড়িতে ফিরতেন। সর্বশেষ ২০১৭ সালে ছুটিতে তিনি দেশে ফিরেন। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ওই বছরের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যান অলিউল্লাহ। পরদিন ৭ ফেব্রুয়ারি সকালে ২ সন্তান নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যায় স্ত্রী মাজেদা। এ অবস্থায় ওই দিন দুপুরে ভাই মো. আহসান উল্লাহ বাড়িতে এসে অলিউল্লাহর লাশ ঘরের ভেতর দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অলিউল্লাহ লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আহসান উল্লাহ।
বিডি প্রতিদিন/এএ