সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ছাত্রজনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কোর্ট চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সাইফ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিরব ইমতিয়াজ শান্ত, সানজিদা রহমান সমতা,সোমা, কাশফিয়া, তানভীর হোসাইন শুভ, তামজিদ শিওন প্রমুখ। সভা থেকে বক্তারা নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে ফরিদপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ