মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক শুধু আপনাকে ধ্বংস করবে না, আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনার সমাজকে ধ্বংস করবে। এজন্য সবার কাছে অনুরোধ আপনার মাদক থেকে দূরে থাকবেন। মাদক থেকে দূরে থাকা তরুণদের দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা আইডিয়াল কলেজে গোমেতি সংবাদ আয়োজিত ‘মাদকমুক্ত তারুণ্যই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ, সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর ডা. মো. আব্দুল লতিফ, কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি মোহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, কুমিল্লা জেলা শাখার সম্পাদক মোঃ জিয়াউদ্দিন রুবেল প্রমুখ। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ