"ভিটামিন-এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান"-স্লোগানে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা সদর হাসপাতালের ইপি আই ভবনে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।
এসময় তিনি সাংবাদিকদের জানান, জেলার ১০ উপজেলায় স্থায়ী ১১ টি ও অস্থায়ী ২০৯৭ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হবে। এ সকল কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪৩, ৫০০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩,৬০,৫০০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৯-১২-৫৯ মাসের মোট শিশু রয়েছে ৩ লাখ ৬০ হাজার ৫ শত।
সংবাদ সম্মেলনে প্রজক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন এম ও সি এস মেডিকেল অফিসার ডা. রাব্বী আলম। এছাড়া জেলা ইপি আই সুপার ফজলুল বারী কাজলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম