বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে শিক্ষকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
মঙ্গলবার (১১ মার্চ) বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সদর ও কচুয়া উপজেলার সকল প্রাথমিক এবং কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহম্মদ তৌহিদুল আরিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল
কুদ্দুস তালুকদার, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান পাইক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা