মাগুরা জেলার আসিয়াসহ দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসিমা খানমসহ অন্যান্য নেতৃবন্দ।
এসময় বক্তারা আসিয়াসহ দেশব্যাপী যেসব ধর্ষণ হয়েছে দ্রুততম সময়ে তার বিচারসহ ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান। এছাড়াও দেশের আইনশৃংখলা পরিস্থতির উন্নতির জন্য বক্তারা জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ