বাগেরহাটের মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়া মালেক ফকির (৪৫) নামে এক ধর্ষক এবার চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা পর মালেক ফকির পলাতক রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে মোংলা পৌরসভা এলাকায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলছিল। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় শামছু ফকিরের ছেলে মালেক ফকির শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুর কান্নায় আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে লোকজন শিশুটিকে ইদ্ধার করে। রবিবার শিশুটির মামা অভিযুক্ত মালেক ফকির নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করে। মালেক ফকির নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়া পর এবার চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা চালায়। পুলিশ আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চলাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম