সারা দেশে ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় বিক্ষোভে অংশ নেয় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। মিছিলে প্রতীকীভাবে দণ্ডিত এক ধর্ষককে রাখা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি (কলো রঙের কাপড় দিয়ে তৈরি) পড়িয়ে দেয়া হয় এবং কোমড়ে রশি বেঁধে দুই দিকে দুই নারী শিক্ষার্থী তাকে টেনে নিতে থাকেন। তাদের পেছনে থাকা শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ধর্ষণ বিরোধী প্লেকার্ড দেখা যায়। দুপুর ১২টার পর তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নিয়ে বক্তব্য দেন। সেখানে অন্যান্যের মধ্যে সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষে নিয়তি সরকার নিতু, সাবিক এবং পাপ্পু বক্তব্য দেন। বক্তারা মাগুরার ঘটনায় পালিয়া থাকা অন্যান্য ধর্ষকদের অবিলম্বে গ্রেফতারসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ