জয়পুরহাটে এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় আব্দুর রহমান নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল মোক্তাদির এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌস রিনি। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামের আঃ হামিদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের আরাফাত নগর এলাকার ওই মেয়ে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করতেন। আর আসামী একই কলেজের অনার্স ২য় বর্ষে পড়তেন। ঘটনার মাসখানেক আগে আসামীর সাথে ওই মেয়ের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর আব্দুর রহমান মেয়েটির সাথে বন্ধুত্বের চেষ্টা করে। এক পর্যায়ে কু-প্রস্তাব দিলে মেয়েটি রাজি আসামি বিভিন্ন ভাবে হুমকি দেন। এরই জেড়ে ২০২০ সালের ০১ আগস্ট দুপুরে মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে চলে যায়। পরে তার বাবা-মা বাড়িতে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একই বছরের ৪ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে আদালত রবিবার এ রায় দেন।
বিডি প্রতিদিন/এএম