দিনাজপুরের চিরিরবন্দরে এক ইটভাটা ভেঙ্গে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের মধুহাড়ি নামক স্থানে আরএ ইটভাটায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা ও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটা নিভিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটি ভেঙ্গে পানি দিয়ে চুলা নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
চিরিরবন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভাটাটি ভেঙ্গে বন্ধ ও সিলগালা করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম