বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (৯ মার্চ) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮), ও মো. হানিফ (২৪) কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় বিজ্ঞ আদালত। আসামী মো. কায়সার গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকলেও বাকি ৩ জন পলাতক রয়েছে। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারী বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে নিয়ে আমিরাবাদ এলাকায় আসে রাশেদ। সেখান থেকে পাহাড়ি পথে বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় নিয়ে আসে। উৎপেতে থাকা বাকিরা ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন কিশোরী।
বিডি প্রতিদিন/আশিক