আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ করেছে বাংলাদেশ নারী আন্দোলন। শনিবার বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা শোষণ-নির্যাতন-বৈষম্যের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নারী আন্দোলনের জেলা নেতা শিক্ষক আফরোজা বেগম লিলি, পারুল বেগম, সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নারীমঞ্চের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানা রেখা, কবি মমতাজ বেগম রেখা, কবি মোর্শেদা বেগম, রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক রুদ্রনীল।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট কাশেম ইয়াসবীর ও সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু।
বিডি প্রতিদিন/এমআই