রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানি বাড়ীতে বেড়াতে আসা এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহুর মোল্লা (৬০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানী নাসরিন আক্তার বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
আজ শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
মামলার বাদী বলেন, আমার নাতনি যশোর জেলার একটি মাদ্রাসায় পড়ে। ২৭ ফেব্রুয়ারি ওর মায়ের সাথে আমার নাতনি আমাদের বাড়িতে আসে। গত ৬ মার্চ বেলা ১১টার দিকে আমার নাতনি পাশের বাড়িতে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখে গামছা দিয়ে আটকে রেখে ধর্ষণচেষ্টা করে। শুক্রবার সকাল থেকে আমার নাতনি অস্বাভাবিক আচরণ করলে সে আমাদের কাছে সব খুলে বলে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার সত্যতা পাওয়া গেছে। রাতেই আাসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ