ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে এ মিলাদ অনুষ্ঠিত হয়। শহীদ রাজা ডিগ্রি কলেজের ছাত্রদলের আহবায়ক মোঃ ইমরান গোলদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানান।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি'ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন আল গাজী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, নিউইয়র্ক দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ছাত্রদলর কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, কেন্দ্রীয় তরুণ দলের উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন, ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী মো. নান্না খলিফা। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া-মিলাদ ও ইফতার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ