দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে জেলার বাউফল থানার রহমতনগর সুর্যমনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করেছে র্যাব-৮। গ্রেফতার মো. ফিরোজ বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।
পটুয়াখালী র্যাব-৮ এক প্রিস রিলিজে জানায়, ২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগপত্র অনুযায়ী- তিনি ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। যা পরে জিআর নং-২৯৪/২০০৩ হিসেবে নথিভুক্ত হয়। ২০০৭ সালে আদালত মো. ফিরোজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করেন।
তবে রায় ঘোষণার পর থেকেই ফিরোজ পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই গোপনে অবস্থান বদল করে আত্মগোপন করছিলেন তিনি। অবশেষে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ