ভূমিসেবার মানোন্নয়নে গাইবান্ধায় কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধার সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এসিজির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমিসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিস বিষয়ক এসিজির সমন্বয়ক এরশাদ আলম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমিউনিটি অ্যাকশন সভায় উপস্থিত সেবাগ্রহীতারা কোন বিষয়সমূহ নিয়ে কাজ করলে তারা সঠিক সেবা পাবেন সেগুলো উল্লেখ করেন। ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করে আন্তরিক সেবা প্রদান এবং সেবার মান বৃদ্ধি করতে সবার একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভাটি সঞ্চালনা করেন টিআইবির ইন্টার্ন প্রোগ্রামের সাইফা আরফিন। তিনি কমিউনিটি অ্যাকশন সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ভূমিসেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন। উপস্থিত সেবাগ্রহীতারা ভূমিসেবার মানোন্নয়নে তাদের মতামত প্রকাশ করেন এবং কমিউনিটি অ্যাকশন সভা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল