রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল’ (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় বুধবার দুপুরে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা।
স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার- নিউট্রিশন সুরাইয়া আকতার রাখি। প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো. জিয়াউর রহমান। ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।
ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ এবং এসব ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবহিত হওয়া। স্থানীয় পর্যায়ে অতিদরিদ্র খানার গর্ভবতী ও প্রসূতি নারীদের এএনসি/পিএনসি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি করা। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য গ্রোথ মনিটরিং কার্যক্রম সেবার আওতায় আনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যকরভাবে কার্যক্রম বাস্তবায়ন করা।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন প্রসপারিটি গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য এবং মা ও শিশু ফোরামের সদস্যবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল