চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশগ্রহণকারী বিজয়ী ১০ জন হাফেজের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এছাড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফরাত, সকল মুসলিম উম্মা, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা খাজা ওয়ালি উল্যাহ।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শামছুন্নাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল হান্নান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, আর্মি ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
বিডি প্রতিদিন/এএ