বরিশার নগরীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার তাকে বহিষ্কার করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল। বহিস্কৃত মো. শাহিন সরদার বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।
গত রবিবার নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহীন সরদার। এ ঘটনায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন গাজীকেও কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত নয়ন গাজী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মো. আনোয়ার হোসেন তাকে বহিষ্কারের সিদ্বান্ত অনুমোদন দেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে থাকা আহবায়ক কমিটির সদস্য মো. রাকিব সিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শাহিন সরদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
বিডি প্রতিদিন/এএম