গুণগত উৎকর্ষ সাধন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে ‘‘প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট ফর একাডেমিক এক্সিলেন্স অ্যাট জিএইউ: ফ্রেমওয়ার্কস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মশালাটি মঙ্গলবার সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) প্রণীত ‘সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট’ (এসএআর) বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রেজেন্টেশনে তিনি সেল্ফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার বিভিন্ন ধাপসমূহের পদ্ধতি ও মূলনীতি বিষয়ে তথ্য উপস্থাপন করেন। পরে উপস্থাপিত প্রেজেন্টেশনের উপর উপস্থিত অধ্যাপকবৃন্দের জন্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ উন্মুক্ত আলোচনায় শিক্ষকবৃন্দ তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
কার্যকর আলোচনা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেকোনো কাজ পরিকল্পনা করে অগ্রসর হলে সফলতা পাওয়া সহজ হয়। আয়োজিত কর্মশালার মাধ্যমে প্রত্যেকে তাঁর কাজসমূহ যথাযথভাবে পালন করলে এ বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও উপাচার্য মনে করেন। এক্ষেত্রে প্রতিনিয়ত মনিটরিংয়ের মাধ্যমে অর্পিত কাজের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের জন্য বিশেষভাবে আহŸান জানান উপাচার্য।
এ কর্মশালার লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিক্ষাগত সক্ষমতা, গবেষণার মানোন্নয়ন, শিক্ষকগণের পাঠদানের গুণগতমান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশের মূল্যায়ন করা। অ্যাক্রেডিটেশন ও বিভিন্ন র্যাঙ্কিংয়ের জন্য কার্যকর এ কর্মশালায় অংশগ্রহণ করেন গাকৃবি’র প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) অধ্যাপকবৃন্দ। যেখানে ডিনসহ ৭টি অনুষদের তিন জন করে মোট ২১ জন অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম