পবিত্র রমজান ও ঈদ নির্বিঘ্ন করতে যশোরের ৯ থানায় পুলিশের ফোর্স দ্বিগুণ করা হয়েছে। নিয়মিত এই ফোর্সের পাশাপাশি ছদ্মবেশে মাঠে থাকবে বিশেষ টিম।
আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার বলেন, রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় নিয়মিত পুলিশি কার্যক্রমের সঙ্গে অতিরিক্ত সাতশ’ ফোর্স মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ২৫টি টিম পায়ে হেঁটে টহল দিচ্ছে। পাশাপাশি ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক ফোর্স কাজ করছে। ‘রেডি টু মুভ’ ও ‘কুইক রেসপন্স টিম’ রেডি আছে সার্বক্ষণিক।
তিনি আরও বলেন, বর্তমানে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। এর সঙ্গে ঈদকে সামনে রেখে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ স্থাপনে উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।
এছাড়াও জেলার নওয়াপাড়া নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/মুসা