কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যান ও চিলমারীতে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলায় ইউপি চেয়ারম্যান আমিনুলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, চিলমারীতে তিন আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল দিনভর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে আজ তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা