চাঞ্চল্যকর শিশু দোলা মনি ‘হত্যার’ প্রতিবাদে এবং ‘হত্যাকারীদের’ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে রংপুরের কাউনিয়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মীরবাগ বিজলের ঘন্টি এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন নিহত দোলা মনির পরিবার, এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, চার বছরের নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা মর্মাহত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তদন্ত যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং কোনো দোষী ব্যক্তি যেন আইনের ফাঁক গলে মুক্তি না পায়। একইসঙ্গে, দোলা মনির পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদানের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ৪১ দিন নিখোঁজ থাকার পর গত ২৭ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অভিযানে দোলা মনির লাশ স্থানীয় এক ব্যক্তির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ