ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে বাজারের ৯টি দোকান ও দোকানের সকল মালামাল পুড়ে যায়।
জানা গেছে, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যে আগুন বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুন সহ ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। বাজারে আগুন লাগার বিষয়টি মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ