‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে’ স্লোগানে সিরাজগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার জেলা কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেন।
এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। সঠিক ভোটারের মাধ্যমে সকলের সহযোগিতায় একটি সুন্দর, নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটগ্রহণ উৎসব সম্ভব।
বিডিপ্রতিদিন/কবিরুল