ময়মনসিংহ নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্দাইল উপজেলা কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছে, প্রত্যেকটি ইউনিয়নের সকলকে আমরা যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।
শনিবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুরের নিজ বাড়ি বাহাদুরপুর হাউজে ইয়াসের খান চৌধুরীকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন।
ইয়াসের খান চৌধুরী বলেন, যারা দলের সিদ্ধান্ত মানেন না, তারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। যারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করেন, তারা বিএনপির কেউ না। বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগের দোসর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এসেছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। সে আলোকে নান্দাইলকে সাজাতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ম-আহ্বায়ক আশরাফ উদ্দীন বাদল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, উসমান ভূঁইয়া গেনু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলিসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই