গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহ সদর পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি ও আরো ৩ কর্মচারীক সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার পৌরসভার অফিস নোটিশে এ নির্দেশ জারি করা হয়। নিদের্শ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় হামদহ ট্যাংকি পাড়ার সফি উদ্দিন নামের এক গ্রাহক বিল দিতে আসে। তার সাথে বিবাদে লিপ্ত হয়ে শারিরীক ভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। এ বিষয়ে পৌরসভা এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির মো. ইমরান, পাম্প মিস্ত্রি মো. খালেকুজ্জামান, হাউজ প্রহরীকে মোঃ রিপনকে সাসপেন্ড এবং হাজিরা ভিত্তিক কর্মচারী মো. সাগর হোসেন, মো. সাদিউল ইসলাম বাবু, লিমন হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল